মানিকগঞ্জ:
২ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি অমান্য করায় মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া ১ মেয়র ও ৫ কাউন্সিলর প্রার্থীকে শোকজ করেছে জেলা নির্বাচন অফিস।
এ বিষয়ে তিনি বলেন, নির্বাচনী পোস্টার ও বিলবোর্ড অপসারণের নির্দেশনা অমান্য করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারজানা জুবাঈদী সিমকী, ১ নং সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহানারা পারভীন জানু ও মলি আক্তার, ১ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ, ২ নং ওয়ার্ডে আনছার আলী এবং ৬ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লাল মিয়াকে শোকজ করা হয়।
ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.