বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে কবুতর ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম বারের মত কবুতর রেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরশহরের পশু হাসপাতাল সংলগ্ন মাঠে কবুতর ক্লাবের আহবায়ক হাজী মোঃ সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম তিঠুর সঞ্চালনায় কবুতর রেসিং প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেসিংয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আরিফ উল হাসান আরিফ ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর প্রমুখ।
আমতলীতে এই প্রথমবারের মত কবুতর ক্লাবের উদ্যোগে বরিশাল থেকে আমতলী ও আমতলী থেকে বরিশাল পর্যন্ত কবুতর রেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গসহ শত শত দর্শনার্থীরা রেসিং দেখার জন্য উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.