রবিউল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় বাঙ্গালী জাতীর পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীর বাঘা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রবিবার(৬ ডিসেম্বর ২০২০) সকাল ১১ টায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে হাজার হাজার নেতা-কর্মীরা। বাঘা উচ্চ বিদ্যালায়ের গেট থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ হয়।
কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহন করে। উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আজিজুল আলম,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,পৌর আওয়ামীলীগ সভাপতি আঃকুদ্দুস সরকার,সাধারণ সম্পাদক মামুন হোসেন,বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু,আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি শাহিদুজ্জামান শাহিদ,যুবলীগ সভাপতি কামরুজ্জামান নিপন, উপজেলা ভাইসচেয়ারম্যান মোকাদ্দেস আলী, গড়গড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, পাকুড়িয়া ইপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ,চকরাজাপুর ইউপির চেয়ারম্যান আজিজুল আযম,বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক,আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ উপজেলার আ’লীগ, যুবলীগ,ছাত্রলীগ, মহিলালীগ,কৃৃষক লীগ, সৈনিক লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এর সংক্ষিপ্ত ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ট নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে, ঠিক তখনি একটি কুচক্রীমহল তাদের হীন স্বার্থ চরিতার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক এ গোষ্ঠীকে কোনভাবেই তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে দেয়া যাবে না মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ গৃনিত কাজে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান তিন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.