আরিফ রববানী (ময়মনসিংহ)
ময়মনসিংহের মুক্তাগাছায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারদের জন্য গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক । মঙ্গলবার দুপুরে উপজেলায় গৃহের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি গৃহনির্মানের জন্য নির্বাচিত জমি, ভূমিহীন পরিবার ও নির্মাণ কাজে ব্যবহৃত ইট, বালি, সিমেন্টসহ সরঞ্জামাদি পরিদর্শন করেন। এছাড়াও তিনি গৃহ পাওয়া ভূমিহীন পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। সাথে সাথে কাজের গুণগত মান যেন ঠিক থাকে সে ব্যাপারে পরামর্শ ও তাগিদ প্রদান করেন।
এসময় তিনি সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের অসহায় এসব গৃহহীন মানুষের কল্যাণে এগিয়ে আসতে সরকারের পক্ষ থেকে আহবান জানিয়ে বলেন- সমাজে যারা বিত্তবান রয়েছে তারা যদি অন্তত একটি
করে বাড়ি অসহায় পরিবারের জন্য নির্মাণ করে দেন, তবে মুজিব শতবর্ষে দেশে যেমন একটি পরিবারও গৃহহীন থাকবে না, তেমনি সবাই মিলে আমরা নির্মাণ করব এক মানবিক সোনার বাংলা।’ তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ার পরও সরকারের পক্ষ থেকে এ দেশের সব ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.