মানিকগঞ্জ:
১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ঘিওর উপজেলা আওয়ামী লীগের কাযালয়ে র্বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, স্বাধীনতাবিরোধীদের এখন থেকেই রুখতে হবে। তাদের কোন ক্রমেই দলে আনা যাবে না। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি এবি এম হেলাল উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম দরজী উজ্জ্বল,ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির এবং সাধারণ সম্পাদক আব্দুল আলমি মিন্টু প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.