মোঃ আশরাফুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
২৮শে ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারণায় নেমেছে পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা।
নির্বাচনী প্রচারণার খোঁজে আজ সরজমিনে পৌরসভার ৯ নং ওয়ার্ডে গিয়ে সাধারণ নাগরিকদের সাথে কথা বলে দেখা যায় তরুন, দক্ষ এবং মেধাবী ও গরীব মানুষের প্রার্থী হিসেবে ওয়ার্ড বাসীর আস্থার কেন্দ্র বিন্দুতে রয়েছেন ঢেঁড়শ প্রতিকে কাউন্সিলর পদপ্রার্থী এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোঃ উজ্জ্বল হোসেন।
এলাকার জনগণ বলছেন বিগত ৫ বছরে ৯ নং ওয়ার্ডে যে পরিমান উন্নয়ন হয়েছে তা আগে কখনো হয়নি।জনগনের বিপদে-আপদে কিংবা যে কোন কাজে ডাকলেই তার পাশে পেয়েছেন কাউন্সিলর উজ্জ্বল হোসেনকে।
খোঁজ নিয়ে দেখা যায়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ সামাজিক উন্নয়ন মূলক কাজে সরকারি সহযোগিতার পাশাপাশি নিজ উদ্যোগে পৈত্রিক সম্পত্তি বিক্রি করে সাহায্য সহযোগিতা করেছেন এই জনপ্রতিনিধি।তাই আগামী নির্বাচনে আবারও উজ্জ্বল হোসেনকে’ই কাউন্সিলর হিসেবে দেখতে চাই ৯ নং ওয়ার্ডবাসী।
সাধারন নাগরিকরা বলছেন,আমাদের ওয়ার্ডের সকল শ্রেণির মানুষ উজ্জ্বল হোসেনের পক্ষে একত্রিত হয়ে মাঠে নেমেছে।আমারা আশাবাদী ২৮ তারিখ নির্বাচনে আমরা জয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।
মাঠ পর্যায়ে ভোটারদের সাথে আলোচনায় উঠে এসেছে, এই ওয়ার্ডের প্রায় অধিকাংশ ভোটার উজ্বলের কাজে সন্তুষ্ঠ তাই এবারও তারা উজ্জ্বল হোসেনকে নির্বাচিত করতে ইচ্ছুক।
মোঃ উজ্জ্বল হোসেন দৈনিক সময়ের বার্তাকে বলেন, “আমি বিগত ৫ বছরে আমার ওয়ার্ডে প্রতিশ্রুতির প্রায় ৮০ ভাগ কাজ সম্পূর্ণ করেছি। সরকারি সহায়তার পাশাপাশি আমার বাবার সম্পত্তি বিক্রি করে ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছি।আমাকে যখনি কেউ ডেকেছে তখনি তাদের পাশে গিয়ে দাড়ানোর চেষ্টা করেছি আর একারনেই আমার ওয়ার্ডের জনগন আমাকে অসম্ভব ভালোবাসে। আমি মনেকরি আমার এই নির্বাচনটা সম্পূর্ণই আমার ওয়ার্ডের সাধারণ জনগনের নির্বাচন।আমার এলাকার সাধারণ মানুষ ই আমার ভরসা।
মহান আল্লাহর মেহেরবানি ও জনগণের ভোটে আমি যদি এবার নির্বাচনে পূনঃরায় নির্বাচিত হই তাহলে, আমার ওয়ার্ডের অসমাপ্ত ২০ ভাগ কাজ শেষ করে নতুন ভাবে আরো অনেক কাজ সহ বিশেষ করে এই ওয়ার্ডের তরুন সমাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাল্লাহ।তাই ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ পৌর নির্বাচনে আপনাদের কাছে ঢেঁরশ প্রতিকে ভোট ও দোয়া কামনা করছি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.