হাসিবুল ইসলাম, জেলা প্রতিনিধি মাগুরা:
মাগুরার মহম্মদপুরে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ করেছেন অপহৃত হওয়া ছাত্রীর বাবা।
গত ৬ই ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় বাবুখালী ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, মাধপবুর গ্রামের মৃত মজিদ মোল্যার ছেলে ফুল মিয়ার ১৪ বছর বয়সী কন্যা ঢাকা গাজীপুর আরামবাগ এলাকায় ৭ম শ্রেনীতে লেখাপড়া করতো। করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকায় বাড়িতে এসে মাধপুর বাজারে প্রাইভেট পড়ার মধ্য দিয়ে লেখাপড়ার কাজ চালিয়ে আসছিল। এর মধ্যে প্রতিবেশি শত্রু পক্ষের বাদশা মোল্যার ছেলে সাজিদুল (২২) মাঝে মধ্যেই ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিত। বিষয়টি সাজিদুলের পরিবারকে জানাইলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন এই ছাত্রী বাড়ি থেকে মাধবপুর বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সাজিদুল ও তার পরিবারের সদস্যদের সহায়তায় ওই ছাত্রীকে অপহরণ করে ও বিদেশে পাচার করে দিতে পারে বলেও অভিযোগ এনে সাজিদুল সহ ৪জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এবিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে খুব শ্রিঘ্রই ভিক্টিমকে উদ্ধার সহ অপরাধীদের গ্রেফতার করা হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.