রবিন তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি
পৌরসভার কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় অর্থবাণিজ্যের অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা মেয়র শহিদুজ্জামান খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন পৌরসভার ১২ কাউন্সিলর। মঙ্গলবার তারা জেলা প্রশাসকের কাছে নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে এক আবেদনে এই অভিযোগ করেন। লিখিত অভিযোগে জানা যায়, প্রয়োজন না থাকা সত্বেও মেয়র পৌরসভায় একজন সহকারি লাইসেন্স পরিদর্শক নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করেন।
বিষয়টি পৌর পরিষদের কোন কাউন্সিলর অবহিত নন। মেয়র অর্থ বাণিজ্যের লোভে তার নিকট আত্মীয় রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে নিয়োগ দিতে সকল প্রকার প্রক্রিয়া চালিয়ে আসছেন। আবেদনে কাউন্সিলরবৃন্দ আরো উল্লেখ করেন করোনা সংক্রমনের কারণে বর্তমানে পৌরসভার রাজস্ব আয় কমে গেছে। নতুন জনবল নিয়োগ করলে আর্থিক সংকট সৃষ্টি হতে পারে।
তাছাড়া মেয়র নিয়োগ প্রক্রিয়ার কোন বিষয়ে পৌর পরিষদ ও কাউন্সিলরবৃন্দকে অবগত করেন নাই এবং করোনা সংক্রমনের কারণে পৌর পরিষদের আনুষ্ঠানিক কোন সভাও করেন নাই। এ অবস্থায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা প্রয়োজন।
এ ব্যাপারে মেয়র শহিদুজ্জামান খান বলেন, সরকারি বিধি বিধান মেনেই নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ বিষয়ে পৌর পরিষদের সভায় আলোচনার কোন প্রয়োজন নেই। উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.