সভাপতি আহাদ সম্পাদক তামিম
কুলাউড়া উপজেলা প্রতিনিধি :ইফতেখার রহমান তালুকদার
২২/১২/২০২০ রোজ মঙ্গলবার বাদ মাগরিব বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়ন শাখার আওতাধীন শশারকান্দি আঞ্চলিক শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
সদ্য বিদায়ী সভাপতি জায়েদ আহমদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অধিবেশনে কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন আব্দুল আহাদ।
উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, ভূকশিমইল ইউনিয়ন তালামিযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শামসুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন , ঢাকা আলিয়া মাদ্রাসা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা জাবের হুসেন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক, এম এ মুমিন, ও আব্দুস সামাদ।
সর্বসম্মতিক্রমে আব্দুল আহাদ কে সভাপতি, শাকিউল হাসান তামিম কে সাধারণ সম্পাদক ও সাব্বির খান কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২০২০-২১সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.