স্টাফ রিপোর্টারঃ
সিলেট সরকারি আলিয়ায় ফাজিল অনার্স ৩য় বর্ষের ফাইনালে রেজাল্টে চারটি ডিপার্টমেন্টের শীর্ষে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র-ছাত্রীরা
গত ৪ ডিসেম্বর ২০২০ ইংরেজি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল অনার্স ২০১৬-২০১৭ সেশনের ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষার ১ বছর অপেক্ষার পর রেজাল্ট পাবলিস্ট করেছেন কর্তৃপক্ষ মোবারকবাদ জানিয়েছেন দাওয়াহ ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীরা। এবং রেজাল্টে সন্তুষ্টি জানিয়েছেন- সিলেট সরকারি আলিয়া মাদরাসা’র দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র-ছাত্রীরা। সিলেট সরকারি আলিয়া মাদরাসায় অনার্সের চারটি ডিপার্টমেন্ট আছে তাদের মধ্যে অনার্স ৩য় বর্ষে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র-ছাত্রীরা রেজাল্টে শীর্ষে মোট ১৮ জন ছাত্র-ছাত্রীরা ৩য় বর্ষে অংশ গ্রহণ করে তাদের মধ্যে দু’জন দুটি বিষয়ে অনুপস্থিত ছিল তারপরে ও তারা বাকি সকল বিষয়ে মানসম্পন্ন রেজাল্ট করেছেন। বাকি ১৬ জন সহ সবাই উত্তীর্ণ হয়েছে। ফাস্ট ক্লাস পেয়েছেন ১০ জন এবং সেকেন্ড ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাকি ৮ জন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.