দৈনিক সময়ের বার্তা, নিউজ ডেক্স:
সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম সম্পাদতি ও প্রকাশিত একটি জনপ্রিয় অনলাইন সংবাদ পত্রিকা দৈনিক বাংলার কথা (https://dailybanglarkotha.news/) এই নিউজ পোর্টালে বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে (আপাতত অনলাইন) প্রতিনিধি নিয়োগ চলছে।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
• ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই মেইলে। ই-মেইল: dailybanglarkothanews@gmail.com
• সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই মেইলেই রিপ্লাই দেয়া হবে।
•ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
•আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
•পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
•নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
•প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না।
•নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
•অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
• নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
• নিজস্ব স্মার্ট ফোন ও ইমেইল পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে।
• চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
• প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।
উল্লেখ্য: দৈনিক বাংলার কথা অনলাইন পত্রিকাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের , জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ অনুসরণ করে নিবন্ধন কার্যক্রম হাতে নিয়েছে পত্রিকাটির কর্তৃপক্ষ।
নিয়মিত সবশেষ খবর পেতে ভিজিট করুন www.dailybanglarkotha.news
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.