রবিন তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের হল রুমে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন কাজী জাকেরুল মওলা। কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন আবদুর রহিম। শোক প্রস্তাব পেশ করেন টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইফতেষারুল অনুপম।
পরে বিকেলে একই স্থানে অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের সদস্যদের পারিবারিক মিলন মেলা। এ সময় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনি। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ ও সাধারণ সম্পাদক কিবরিয়া বড়মনি। পরে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.