মানিকগঞ্জ:
কাউন্সিলর পদে আওয়ামীলীগ ৯ বিএনপি ১ স্বতন্ত্র ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। মানিকগঞ্জ পৌর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগের প্রার্থী রমজান আলী নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেছেন।
তিনি পেয়েছেন ৩১ হাজার ৫৮৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৩৩৪টি।
এছাড়া ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছে আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), ২নং ওয়ার্ডে নূরুল ইসলাম কুন্ঠা (স্বতন্ত্র), ৩ নং ওয়ার্ডে তছলিম হৃদয় (আঃলীগ). ৪ নং ওয়ার্ডে আরশেদ আলী বিশ্বাস (আঃলীগ), ৫ নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক রাজা ( আঃলীগ), ৬ নং ওয়ার্ডে শায়েক শিবলী (আঃলীগ), ৭ নং ওয়ার্ডে মোঃ কবির হোসেন (আঃলীগ), ৮ নং ওয়ার্ডে আবু মোঃ নাহিদ (বিএনপি) ও ৯ নং ওয়ার্ডে উজ্জল হোসেন (আঃলীগ)
অপর দিকে, সংরক্ষতি নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে নাজমা আক্তার (আঃলীগ), ৪.৫.৬ নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা (আঃলীগ) ও ৭.৮.৯ নং ওয়ার্ডে জিয়াসমিন আক্তার ( আঃলীগ)
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.