হাসিব হক (ঢাকা, বিশেষ প্রতিনিধি)
শিল্পী বাদল শেক এর কন্ঠে মন মুগ্ধ কর গান নিয়ে মেহেদি হাসান স্রোতের পরিচালনায় ওল্ড সিটি ফিল্ম প্রোডাকশন এর ব্যানারে নির্মিত হলো পূবাইলে এর হাসনা হেনা রিসোর্ট এ সুটিং এর মধ্য দিয়ে নতুন মিউজিক ভিডিও “ছোট্র বেলায় নিয়ে চল” ।
অভিনয়ে: আনিসুর রহমান মিলন, শোহেল খান,তায়েফ, দিপা সরকার সজল মোহন্ত, আসমা আহসান, নাবিল,নাফিজ, গল্প,শাজাহান শোভন, স্বপন আহমেদ, ফাইযা,সুথি, ফয়সাল,সবুজ সহ আরও অনেকে। লিরিক্স: শেক এমডি রানা বাদল। রচনা: মনি জামান ও গোলাম মাসুম জিকো।
প্রধান সহকারী পরিচালক – সেজান সুমন। সেকেন্ড সহকারী পরিচালক – মো:হাসিবুল হক। ক্যামেরাতে ছিলেন – আলিম ইবাদ ।
স্থান – পুবাইল শুটিং স্পট হাসনা হেনা। গানটি জানুয়ারী এর ১৫ তারিক এ নিহন বাংলা ইউটিউব চ্যানেল এ দেখবেন।আশা করি দর্শক দের মন কেরে নিতে পারবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.