রবিন তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন৷ এ ঘটনায় ১ জন আহত হয়৷
রোববার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার যোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহতরা হলেন, মোঃ শরিফ (২৫) ভাবলা এলাকার জামাল সরকারের ছেলে এবং সাবিনা (২১) কুচুটি এলাকার সামাদের মেয়ে৷
এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, হতাহতরা যমুনা সেতু এলাকা থেকে বেড়ানো শেষে মোটরসাইকেলযোগে যোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলো।
পথিমধ্যে মহাসড়কের যোগার চর এলাকায় পৌছলে পিছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং একজন আহত হয়। পরে আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতরা সম্পর্কে বন্ধু লাগে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.