সুজন চক্রবর্তী, ভারত:
গত ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি আসাম রাজ্যের নগাঁওর নেহরু বালিতে এই ৪৮তম মিষ্টার ও মিস আসাম দেহশ্রী ও শারীরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দেহশ্রী প্রতিযোগিতার মেনস মডেল ফিজিক ( ১৭০ সেন্টিমিটার উর্দ্ধ) ক্যাটেগরিতে রুপো পদক জিতেছেন করিমগঞ্জের প্রতীক দেব।
এই প্রতিযোগিতার আয়োজক ছিল নগাঁও ডিস্ট্রিক্ট বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন। আসাম অলিম্পিক সংস্থার অনুমোদন প্রাপ্ত এই সংস্থার আয়োজিত প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন।
করিমগঞ্জের প্রতীক অলিম্পিয়া জিম ও হেলথ্ সেন্টারে প্রধান কোচ মইরেনথাম রবি মেইতেই এর অধীনে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। করোনার জেরে যখন সবকিছু বন্ধ ছিল তখনও বাড়িতে নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন প্রতীক।
এই সাফল্যের জন্য বাবা মা প্রদীপ কুমার দেব ও পাপিয়া দেব সহ কোচ রবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। প্রতীকের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন করিমগঞ্জবাসী।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.