মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল :
নড়াইলে আদালতের নির্দেশ অমান্য করে ১০টি বনজ গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।এ ব্যাপারে প্রশাসন নীরব ভূমিকা পালন করায় মামলার বাদিপক্ষ ক্ষোভ প্রকাশ করেছেন।গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ১৬৫ নং মুলদাইড়-কুহডাঙ্গা মৌজার ১.০৬ একর জমি-জমা নিয়ে নড়াইল যুগ্ন জেলা জজ ১ম আদালতে বাদি আসাম খা দিগর ও বিবাদী মোক্তার শেখসহ অন্যান্য লোকজনের মধ্যে দেওয়ানি মামলা চলমান আছে।মামলা নং দেওয়ানি ২২/২০২০।
গত বছরের ১৫ নভেম্বর বাদি পক্ষ উক্ত মামলার বিবাদী রোমান মিয়া,বাবুল মিয়া, কামাল মিয়া ও ইউনুস শেখের বিরুদ্ধে নালিশী জমির গাছপালা না কাটার জন্য আদালতে আবেদন করেন।আদালত বাদিপক্ষের আবেদন গ্রহণ করে মামলার বিবাদী রোমান মিয়া,বাবুল মিয়া, কামাল মিয়া ও ইউনুস শেখের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবে না তা জানতে ১৪ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।আদালতের এ নির্দেশ উপেক্ষা করে বিবাদী পক্ষ টাকার জোরে পেশী শক্তি ব্যবহার করে রাতের আধারে নালিশী দাগের জমি থেকে বিভিন্ন প্রজাতির ১০টি বনজ কাঠের গাছ কেটে নিয়ে যায়।বিবাদীপক্ষ শক্তিশালী হওয়ায় তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাছ কেটে নিয়ে গেছে বলে বাদী পক্ষ অভিযোগে জানিয়েছেন।
বিষয়টির ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.