শফিকুল ইসলাম,ডামুড্যা সংবাদদাতাঃ-
মুজিব বর্ষে করোনা স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির জন্য খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১০ টায় ডামুড্যা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতুর্জা আল মুঈদ।
অনুষ্ঠানে নিরাপদ খাদ্যের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার সাগর মল্লিক।
এসময় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার কাজী আব্দুল মোকিম, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ চলতি দায়িত্ব এমারত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.