হুমায়ুন আহমেদ ষ্টাফ রিপোটার, আদমদীঘি বগুড়া।
আজ ২০/০১/২০২০ইং বুধবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলায় আদমদীঘি মৎস্য (বন্দোবস্তকারী) সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচন কমিশন, প্রিজাইন্ডিং অফিসার, প্রার্থীএজেন্ট ও সাংবাদিক মিডিয়া কর্মীকে পাশে রেখে সবাই সরকারী নির্দেশনা মোতাবেক নির্বাচন কমিশন আদেশ মান্য করে সবাই মাস্ক পরে সুষ্ঠ পরিবেশ বজায় রেখে ভোট কেন্দ্রে অংশগ্রহন করে ভোট প্রধান করে,কোন ভোটার মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে আসতে পারবে না।
দুপর ২.০০ মিনিট পর্যন্ত ভোট চলতে থাকে,এই সময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম রাজু খান, আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তি বর্গরা, সকাল ৯টা থেকে দুপর ২টা থেকে পর্যন্ত নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভোটারদের ভোট গ্রহন শেষ হয়, এই ভোট চলা সময় পর্যন্ত আদমদীঘি থানা পুলিশ উপস্থিত ছিলেন সাথে আরো অন্যান্য গন্যমান্য ব্যক্তি বর্গরা,দুপর ২.২০ মিনিট পরে আট নির্বাচন কমিশন, ১.ইদ্দিস আলী,২.মহিউদ্দিন খান,৩.আমিনুল ইসলাম পিন্টু,৪.জিল্লুর রহমান,৫.সাইফুল ইসলাম,৬.শ্রী কানাই প্রামানিক,৭.আব্দুস সামাদ,৮.কবির আহমেদ মামুন সাথে প্রিজাইন্ডিং অফিসার, প্রার্থীএজেন্টে পাশে রেখে ভোট গননা শুরু করা হয়,আট নির্বাচন কমিশনের উপস্থিতে ভোট গননা শুরু করার দায়িত্ব দেওয়া হয়।
দুপর ২.৫০ মিনিটে ফলাফল ঘোষনা করা হয়, আদমদীঘি মৎস্য (বন্দবস্তকারী) সমবায় সমিতির সভাপতি পদে চেয়ার মার্কা নিয়ে বিজয় লাভ করেন মোঃ বকুল হোসেন, তার প্রতিদন্ধী ছিলেন মাছ মার্কা নিয়ে আকবর খান। সহ-সভাপতি পদে কলস মার্কা নিয়ে বিজয় লাভ করেন আব্দুল মতিন, তার প্রতিদন্ধী ছিলেন তালাচাবি মার্কা নিয়ে আফজাল হোসেন। সাধারন সম্পাদক পদে মোরগ মার্কা নিয়ে বিজয় লাভ করেন মোঃ আঃ রাজ্জাক, তার প্রতিদন্ধী ছিলেন মোটর সাইকেল মার্কা নিয়ে মোঃ জহুরুল হক । সভাপতি, সহ-সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচন হওয়ায় আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম রাজু খান শুভেচ্ছা ও অভিনন্দন জানান নব নির্বাচিত নেতাদেরকে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.