শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আজ ২১শে জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে ডামুড্যা উপজেলা প্রসাশন কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মূর্তজা আল মুঈদ, মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে গৃহনির্মাণ প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবং আগামী ২৩জানুয়ারি ২০২১তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে সবাইকে অবহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা প্রেসক্লাবের সাংবাদিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩জানুয়ারি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গৃহনির্মাণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.