মুরসালিন রহমান সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই লক্ষ্যে নির্বাচনকে সামনে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ২নং ( মালখানগর-রথবাড়ী ) ওয়ার্ডে এক উঠান বৈঠক করেছেন সম্ভাব্য সাধারণ সদস্য পদ প্রার্থী প্রদীপ চন্দ্র কর। শুক্রবার ২২ জানুয়ারি সন্ধ্যায় মালখানগর গ্রামে মুরব্বি ও তরুণ-যুবাদের নিয়ে এ উঠান বৈঠক করেছেন।
ইউনিয়নের ২নং ( মালখানগর-রথবাড়ী ) ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে সাধারণ সদস্য পদে নিজের প্রার্থী হিসেবে ঘোষনা করে তিনি বলেন, ২নং ওয়ার্ডের উন্নয়নের জন্য তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হতে চান। কারন ২নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষসহ সকল নাগরিকের সেবা করার জন্য সর্বস্তরের মানুষের সমর্থনেই আমি প্রার্থী হচ্ছি।
প্রদীপ চন্দ কর আরও বলেন, কোন প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমি প্রার্থী হচ্ছি না,সাধারন জনগনের সমর্থনেই প্রার্থী হচ্ছি। এই লক্ষ্যে আমি ইতোমধ্যে প্রচার-প্রচারনা শুরু করেছি। তাই আমি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।
উঠান বৈঠকে গ্রামের মুরব্বী সোলেমান (আমীন) এর সভাপতিত্বে ও আরিফুর রহমান মৃদুলের সঞ্চালনায় বক্তব্য রাখানে , রফিকুল ইসলাম,আঃ জলিল, জামাল শিকদার, সাইজদ্দিন শেখ, কামাল হোসেন, সাজ্জাদ হোসেন সুমন,রাজন মাদবর, মোঃ মামুন, রনী কাজী প্রমুখ। উঠান বৈঠকে গ্রামের তরুণ-যুবকরা উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.