শফিকুল ইসলাম সোহেল স্টাফ রিপোর্টার
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় ২২/০১/২০২১ খ্রিঃ শুক্রবার বিকাল ০৩:৩০ টায় গোসাইরহাট উপজেলার গরীবেরচর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গ্রামীন যুবনারীদের প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও মুরগী পালন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব নাহিম রাজ্জাক, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর-০৩।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ আনোয়ার হোসেন, ডীন ও অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, জনাব মোঃ আখতার হোসেন, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর, জনাব এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, জনাব তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), শরীয়তপুর, জনাব আলমগীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার, গোসাইরহাট, শরীয়তপুর, জনাব মোঃ মোল্লা সোহেব আলী, অফিসার ইনচার্জ, গোসাইরহাট থানা, শরীয়তপুরসহ এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ জনাব কাজী মোঃ সিরাজ মিয়া, সভাপতি, গরীবেরচর মাধ্যমিক বিদ্যালয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.