জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ
স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠিতে অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে গেছে। গত সোমবার সন্ধ্যার দিকে স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হকের বাড়িতে ওই অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে। নেছারাবাদ ফায়ার সার্ভিসের একটি দল প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার শাহাদাৎ হোসেনের ঘরের দোতলায় প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সাতটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় তারা। ওসি আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ আগুন নেভাতে সহায়তা করে। আগুনে ৭টি ঘরের মূল্যবান আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। আগুনে শাহাদাৎ হোসেন, আব্দুল মালেক, আব্দুল হান্নান, নাসির হোসেন, আবু হানিফ, মুনির হোসেন ও সাদেক হোসেনের ঘর পুড়ে গেছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.