শফিকুল ইসলাম সোহেল, স্টাফ রিপোর্টার
ডামুড্যায় পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে উপজেলা অফির্সাস ক্লাবে এ প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।
শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মূর্তজা আল মুঈদ । সভা শেষে আসন্ন ১৪ ফেব্রুয়ারি ডামুড্যা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থীদের নিজ নিজ দলীয় প্রতীক, সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলরের মধ্যে পছন্দ ও লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডামুড্যা পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ডামুড্যা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১২ হাজার ২৫৯ জন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.