শফিকুল ইসলাম সোহেল স্টাফ রিপোর্টার
ভেদরগঞ্জে পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের বিদ্রোহী প্রার্থী মো. আবুল বাশার চোকদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন তিন হাজার ৮৮৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুল মান্নান হাওলাদার পেয়েছেন দুই হাজার ৩৩৮ ভোট, ও বিএনপি প্রার্থী বিএম মোস্তাফিজ পেয়েছেন ২১৩ ভোট।
সর্বমোট ৮ হাজার ১৩৫ ভোটের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৬৪৩৭ জনের। ভোটকেন্দ্র থেকে প্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এসব তথ্য জানা গেছে। ভেদরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তানভীর আল নাসীফ শনিবার (৩০ জানুয়ারি) সন্ধা ৭টায় জানান, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৮ হাজার ১৩৫ জন। এদিকে ভেটকেন্দ্র ভেদরগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল মান্নান হাওলাদারকে হটিয়ে বিদ্রোহী প্রার্থী মো. আবুল বাশার চোকদার বিজয় লাভ করায় হইচই পড়ে গেছে।
এ পৌর ভোটে সাধারণ ভোটারদের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভেদরগঞ্জ উপজেলা আ.লীগের এক নেতা জানান, ‘আওয়ামী লীগের একাংশ আব্দুল মান্নান হাওলাদারকে সমর্থন করেনি। তারা বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়েছেন। বিএনপির ভোটও বিদ্রোহী প্রার্থী পেয়েছেন। যে কারণে ভোটের ফল নৌকার পক্ষে হয়নি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.