মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল
নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বর’ এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে চত্বরের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, এনডিসি।
জেলা প্রশাসন ও গনপূর্ত বিভাগ, নড়াইলের আর্থিক সহযোগীতায় আনুমানিক ৫০ লক্ষ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বরে বঙ্গবন্ধু জীবন ও কর্ম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস টেরাকোটার চিত্র কর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), গনপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস. সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ফখরুল ইসলাম, নব–নির্বানিত নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা,সাংবাদিক, এনজিও প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধি জনের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, এনডিসি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.