জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ শিক্ষা,শান্তি, প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পিরোজপুর জেলার তিন কৃতি সন্তান পদ পেয়েছেন। সহ-সভাপতি পদে আনন্দ সাহা পার্থ ও শাহরিয়ার সিদ্দিক শিশিম এবং সহ সম্পাদক পদে সাইফুল ইসলাম সাইফ।
জানা যায়,সহ-সভাপতি আনন্দ সাহা পার্থের বাড়ী পিরোজপুর পৌরসভার ডুমুরিতলা এলাকায়। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ছিলেন।
অপর সহ-সভাপতি শাহরিয়ার সিদ্দিক শিশিমের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাধীন আমড়াগাছিয়া ইউনিয়নে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সভাপতি ছিলেন।
সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলাধীন মাটিভাঙ্গা ইউনিয়নে। তিনি ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গত ৩১ জানুয়ারী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে,কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় পিরোজপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.