মুরসালিন রহমান সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি কররার আভিযোগে এক মামলারয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নরাইরে আদালতে রায়ের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখান বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোয়াল বাড়ী মোড়ে এই বিক্ষোভ মিছিল করে।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ এর নেতৃত্বে মিছিলে অংশ গ্রহন করেন উপজেলা যুবদল, ছাত্রদল ও শ্রমিক দল ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, যুবদল নেতা আসরাফ হোসেন ঝন্টু, ইমতিয়াজ নবী, কবির হোসেন, মনির হোসেন পিন্টু, এ আর মানিক,মেহেদী হাসান হীরা, গুলজার হোসেন মোঃ সোহেল, মেহেদী হাসান সজল, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য দিলবার হোসেন, মোঃ মিন্টু উপজেলা শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, আনু আহমেদ,নজরুল, আতিয়ার রহমান উপজেলা ছাত্রদল সদস্য সচিব রায়হায় মৌসুম, জেলা ছাত্র সহ- সম্পাদক আবির হোসেন, কে বি ডিগ্রি কলেজ শাখার যুগ্ম আহবায়ক জিতু হাওলাদার ও নাজমুল ইসলাম সহ আনেকে।
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে সোহেল আহমেদ রানা বলেন, দেশনায়ক তারেক রহমান মানবতার দূত হিসাবে করোনা মহামারীতে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবজ। কোন অবৈধ রায়েই তারেক রহমানকে জনগনের কাছ থেকে বিছিন্ন করা যাবে না। দেশনায়ক তারেক রহমান নেতৃত্বই স্বৈরাচারী হাসিনার পতন হবে ইনশাআল্লাহ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.