জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আল মামুন প্রিন্স (২৪) ও মোঃ আরিফ শেখ (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
বুধবার (১০ ফেব্রুয়ারী) রাতে পিরোজপুর শহরের শিকারপুর থেকে তাদেরকে আটক করা হয়।
পিরোজপুর সদর থানা সূত্রে জানা গেছে যে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাত্রে পিরোজপুর সদর থানার এসআই মোঃ শওকত হোসেন, এসআই খায়রুল হাসান ও এসআই তরিকুল ইসলামের সমন্বয়ে একটি ফোর্স পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর শিকারপুর এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোঃ আল মামুন (২৪) এবং জাকির হোসেনের ছেলে আরিফ শেখ(২২) ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে তারা পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.