দৈনিক সময়ের বার্তা, নিজস্ব প্রতিনিধ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চেগারঘোনা গ্রামে অনেকদিন যাবৎ চলিত অনুমোদনহীন ড্রেজার বন্ধ করেন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাদিক আল মেহেদী।
১১ই ফেব্রুয়ারী দুপুর ১ টার দিকে তিনি ড্রেজারের কিছু পাইপ খুলে দিয়ে ড্রেজার মেশিন না চালানোর জন্য সতর্ক করে দিয়ে যান।
জানা যায় অনেকদিন যাবৎ হাটিপাড়া ইউনিয়নের চেগারঘোনা এলাকায় অনুমোদনহীন ড্রেজার চালিয়ে আসছিলেন স্থানীয় ৫ নং ওয়ার্ড মেম্বার বিপ্লব হোসেন। তার বিরুদ্ধে একাধিক বার বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন করা হলেও বীরদর্পে ড্রেজার চালিয়ে আসছিলেন তিনি।
হাটিপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাদিক আল মেহেদি বলেন, ” হাটিপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার বিপ্লব হোসেন অনুমোদনহীন ড্রেজার চালানোর কারণে আজ সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আমাকে ফোন করে নির্দেশ দিলে আমি ঘটনাস্থলে গিয়ে বিপ্লব হোসেনের ড্রেজার পাইপ খুলে দিয়ে ড্রেজার মেশিন সরিয়ে নেয়ার নির্দেশ এবং পরবর্তী সময়ে অবৈধ ভাবে ড্রেজার না চালানোর জন্য সতর্ক করে দিয়ে আসি।”
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.