আবুল হুসেন সাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজার কুলাউড়ায় হযরত আবু বকর (রাঃ) সমাজ কল্যাণ পরিষদ নছিরগঞ্জ এর উদ্যোগে অসহায় শীতার্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
(১৩ ফেব্রুয়ারী) শুক্রবার, বিকেল ৩ ঘটিকার সময় নছিরগঞ্জ মাদরাসা মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় মাহমুদুল হাসান সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া নছিরগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা মখলিসুর রহমান।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক্ব খাঁন সাহেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সহ-সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক এবং দৈনিক জনসংগ্রাম পত্রিকা সম্পাদক ও প্রকাশক মোঃ জালাল উদ্দিন, রূপালি লাইফ ইনসিওরেন্স কোঃ লিঃ কুলাউড়া সার্ভিস সেল এর ইনচার্জ মোঃ শাহীন আহমদ, সহকারী ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক সংগ্রাম পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ আব্দুর রব, ১১নং শরীফপুর ইউ পির ৭নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মাজহারুল ইসলাম মামুন, স্পন্দন রক্তদান ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন কুলাউড়া’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এইচ কে হেলালুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান রায়হান, সাদাকাহ ব্লাড ব্যাংক এর ক্যাম্পেইন সম্পাদক আবু হানিফ, প্রমুখ।
হযরত আবু বকর (রাঃ) সমাজকল্যাণ পরিষদ এর
প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আলাউদ্দিন আহমাদ আব্দুল্লাহ উপস্থিত থেকে বক্তব্য দেন এই উদ্যোগে আজ আমরা অর্ধশত শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছি। এছাড়াও মানবতার কল্যাণে যেকোনো কর্মকান্ডে ভূমিকা রাখতে আমরা আগের মতোই সদা প্রস্তুত রয়েছি ইন শা আল্লাহ। আপনাদের দোয়া,পরামর্শ ও সহযোগিতায়ই আমরা এ পর্যন্ত এগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমাদের সকল কর্মকান্ডে আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা নিয়ে আমরা আরো বহু দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মাওঃ আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক, মোঃ আতিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ জায়েদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুস সামাদ শাওন, অর্থ সম্পাদক হাফেজ ইসমাঈল হোসেন, মিডিয়া সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, নির্বাণী সদস্য মোঃ রায়হান আহমদ প্রমুখ।
বক্তব্য শেষে অতিথিগণ অর্ধশত শীতার্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। অবশেষে অনুষ্ঠানের সভাপতি মাওঃ মখলিছুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা সমাপ্ত হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.