স্টাফ রিপোর্টারঃএইচ.এম.কাওছার আহমদ
অদ্য ১৮/০২/২০২১খ্রিঃ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় মোগলাবাজার থানা প্রাঙ্গনে ওপেন হাউজ’ডে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, ওপেন হাউজ’ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মোগলাবাজার থানার সকল শ্রেনী পেশার লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রায় ২০০ (দুই শত) জন লোক উপস্থিত ছিলেন। আয়োজিত ওপেন হাউজ’ডে তে উপস্থিত সকলকে মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ এহসান উদ্দিন চৌধুরী, পিপিএম মহোদয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় মোগলাবাজার থানা এলাকার আওলামীলীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের লোকজন বক্তব্য রাখেন। বক্তারা প্রত্যেকেই তাহাদের স্বাধীন মতামত ব্যক্ত করেন এবং এলাকার আইন শৃংখলা, অপরাধ দমন সহ এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১। জনাব মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট, ২। জনাব মাইনুল আবছার, সহকারী পুলিশ কমিশনার, শাহপরাণ (রহ:) থানা, অতিরিক্ত দায়িত্বে মোগলাবাজার থানা, ৩। জনাব শামসুদ্দোহা, পিপিএম, অফিসার ইনচার্জ মোগলাবাজার থানা, ৪। জনাব মোঃ ফরিদ উদ্দিন খাঁন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ মোগলাবাজার থানার অফিসার ও ফোর্সগণ, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.