নড়াইল প্রতিনিধি: ১৪ ফেব্রুয়ারী ২০২১ রবিবার দৈনিক চিএ পত্রিকায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ এর বিরুদ্ধে নড়াইলে জায়গা আছে ঘর নাই প্রকল্পে অনিয়মের অভিযোগ, এ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ।
তিনি বলেন, উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদটির ক্ষোভ, নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একটি পরাজিত মহল ষড়যন্ত্র করে অভিযোগটি দিয়েছে। অভিযোগকারিরা এলাকার চিহ্নিত অপরাধী।
অভিযোগে উল্লেখ করা হয়েছে মাননীয় প্রধান মন্ত্রী বিশেষ প্রকল্পে (জায়গা আছে ঘর নাই) ঘর বরাদ্দে টাকা নিয়ে ঘর দিয়েছেন তুলারামপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ। এবিষয়ে সরজমিনে গেলে ঘর পেয়ে উপকারভোগী সাগরীকা রায়, বেতেঙ্গা মো: নুর ইসলাম,চাঁচড়া,মো: সুমন আলী মোল্লা,তুলারামপুর প্রমুখ বলেন চেয়ারম্যান সাহেব আমাদের কাছ থেকে ঘর বাবদ কোন টাকা নেন নাই, যারা চেয়ারম্যান এর নামে টাকা নেয়ার মিথ্যা গুজব রটিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থানেয়ার দাবি জানিয়েছেন উপকারভোগীরা ও এলাকাবসী।
তুলারামপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন আসন্ন ইউ,পি নির্বাচনকে সামনে রেখে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদটি প্রকাশ করেছে। উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.