স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবু নাঈম মোহাম্মদ বাসার ১৪ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভুঁইয়া জয় পেয়েছেন হাজার এক হাজার ৭১৯ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, পৌর এলাকার ১১টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা গেছে, পৌর এলাকায় মোট ২২ হাজার ৬৮৫ ভোটের মধ্যে মেয়র পদে ভোট পড়েছে ১৬ হাজার ৪১ ভোট পড়েছে।
এবং সেই সাথে এবারের নির্বাচনে কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে কাউন্সিলর পদে বিজয়ীরা হলেনঃ-
০১ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে বিজয়ী হয়েছেন আতাউর রহমান (৭০৪), ০২ নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে বিজয়ী হয়েছেন গিয়াস উদ্দিন (৭৬৫), ০৩ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে বিজয়ী হয়েছেন সমেজ উদ্দিন (১১৮৪), ০৪ নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে বিজয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম (৩৬৯), ০৫ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে বিজয়ী হয়েছেন রেজাউল করিম টিপু (১০৭৯), ০৬ নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে বিজয়ী হয়েছেন সোহেল রানা (১১৯৪), ০৭ নং ওয়ার্ডে ডালিম প্রতীকে বিজয়ী হয়েছেন মাহফুজ সরকার (৯৬৩), ০৮ নং ওয়ার্ডে গাজর প্রতীকে বিজয়ী হয়েছেন কামাল হোসেন (৯৫৯), ০৯ নং ওয়ার্ডে গাজর প্রতীকে বিজয়ী হয়েছেন শামসুল ইসলাম (১৩৮৯)।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.