স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে ছাত্রলীগ নেতা মিরু হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ইমরান মোল্লা (২০), সোহান মোল্লা (১৮), একই গ্রামের শামসুল হকের ছেলে ইমান আলী (৩০)।
সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত দুই সিএনজি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় মিরুর ভাই হিরু মিয়া বাদি হয়ে থানায় ১২ জনের নামে এবং অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সোমবার রাত দেড়টার দিকে সিংগাইরের জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.