সাকিব হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে অনুমোদন বিহীন গুঁড়া দুধ বিক্রয়ের দায়ে শাহিনুর রহমান নামে এক অসাধু ব্যাবসায়ীর ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও ৪ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন।
বুধবার বিকেলে সদরের একটি গোডাউন হতে নজরুল ইসলামের ছেলে শাহিনুর রহমান অনুমোদন বিহীন গুঁড়া দুধ বিভিন্ন দোকানে পাইকারী বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় গোডাউনে বিপুল পরিমাণ অনুমোদন বিহীন গুঁড়া দুধ হাতে নাতে পাওয়া যায়।
অনুমোদনবিহীন গুড়া দুধ বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ৪ লাখ টাকার মালামাল জব্দ করার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন। এ ধরণের অভিযান ভবিষ্যতে অব্যহত থাকবে বলে জানান তিনি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.