মানিকগঞ্জ:
আজ ০৮ মার্চ “আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ এর হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ফেরদৌস, জেলা প্রশাসক মানিকগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান, জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ শাখার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জি।
সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, মানিকগঞ্জ এর উপ-পরিচালক, জনাব নাসরিন সুলতানা।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান যে সকল ক্ষেত্রে নারীদের অংশ গ্রহণ, সিদ্ধান্ত গ্রহন সহ সাংবিধানিকভাবে নারীদের সকল অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।একই সাথে নারীর ক্ষমতায়নে জেলা প্রশাসন, মানিকগঞ্জ সর্বদা সচেষ্ট আছে মর্মে প্রধান অতিথি উল্লেখ করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.