মুরসালিন রহমান সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালারায়ের চর পল্লি নারী সমাজ নারী উন্নয়ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে র্যালি ও আলচনা সভা করা হয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজলার কেয়াইন ইউনিয়নের কালারায়ের চর গ্রামের এডাব, মুন্সগিঞ্জের আয়োজনে সংগঠনের কার্যাললে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি সংগঠনের সমন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় এসে র্যালিটি শেষ হয়।
কালারায়ের চর পল্লি নারী সমাজ নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক রতœা হাওলাদারের নেত্রীত্বে র্যালিতে উপস্থিত ছিলেন সিরাজদিখান আখি অটিজম সংস্থার প্রতিনিধি তাসলিমা খাতুন, সংগঠনের সদস্য মো. আবুল হোসেন ভুইয়া, কামাল সরকার, রুমা মন্ডল, শাওন মন্ডল প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.