বিনোদন প্রতিবেদক : হাসিব হক
স্বপ্নকে পূরন করতে ছুটছেন শারমিন সুলতানা উর্মি কমবেশি সবাইকেই ছোটবেলায় এ প্রশ্নের মুখোমুকি হতে হয় যে, ‘বড় হয়ে কি হতে চাও?’ এসব প্রশ্নগুলোই মূলত মানুষ হিসেবে স্বপ্নবাজ হওয়ার ভিত তৈরি করে দেয়। স্বপ্নের উত্তর খুঁজতে গিয়ে কেউ নিজেকে ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী; নানা পেশাতেই দেখতে চায়।অগোছালো পাগলামিতে ভরা শৈশব-কৈশোরের সেইসব স্বপ্ন কতটুকু সফল হতে পারে তা বলা মুশকিল।তবে অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে শারমিন সুলতানা উর্মির ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা-মা, আত্মীয়স্বজনরা চাইতেন আমি যেন বড় হয়ে ভাল কিছু করতে পারি । তাই পড়া শুনা শেষ করেন। থিয়েটারের মাধ্যমে অভিনয় টা কে শক্তিশালি করতে নিয়মিত অভিনয় চর্চা করে যাচ্ছেন।গণিতের যোগ বিয়োগের চেয়ে তার বেশি আগ্রহ ছিলো অভিনয়ের প্রতি।উর্মি স্বপ্ন দেখতে শুরু করে একজন – সংবাদ পাঠিকা হবে,সে রিতিমত আই বি এন টিভি চ্যানেল এর নিয়মিত সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন,পাশাপাশি অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন নাটকে। সেজন্য অনেক কাটখড় পোড়াতে হয় তাকে।শারমিন সুলতানা উর্মি।
স্বপ্নটা কে সত্যি করতে জীবনের অনেক সময় তিনি ব্যয় করেছেন নানা রকম সংগ্রাম, সংকট আর অভিনেতা হওয়ার প্রচেষ্টায়।সময়ের ব্যবধানে তিনি আজ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত। তৃপ্তি বা সন্তুষ্ঠ হওয়ার মতো কাজটি এখনো করে উঠতে না পারলেও এখনকার নাটক-সিনেমায় কাজ করবেন বলে মনে করেন তিনি।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.