মোঃ মহিদ, মানিকগঞ্জ:
মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি, এই স্লোগানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
মঙ্গলবার জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বিকেল ৪ টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে আলোচনা সভায় বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, মানিকগঞ্জ চেম্বার অব কর্মাস এর পরিচালক রফিকুল ইসলাম পরান (সি,আই,পি), মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল মাহমুদ, ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম ছামছুন্নবী তুলিপ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অনুষ্ঠানে আলোচনা সভার শেষে স্থানীয় সংঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানিকগঞ্জ ড্রামা সার্কেলের পরিবেশনায় এম শহিদুল হক তপন পরিচালিত ভোক্তা অধিকার সচেতনতা মূলক নাটিকা পরিবেশিত হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.