মির্জা মাহামুদ হোসেন রন্টু ,নড়াইল :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে নড়াইল জেলা পুলিশ।
এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দুপুরে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ১০১ জন সুবিধা বঞ্চিত শিশুকে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে উন্নতমানের খাবার পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা খুশি হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.