সাকিব হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ৯টায় উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, কৃষি অফিসার কৃষিবীদ মুজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, প্রাণি সম্পদ অফিসার ডা: আশিষ কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মাষ্টার প্রমূখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.