টুঙ্গিপাড়া প্রতিনিধি, হাবিবুল্লাহ খান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আল্লামা শামসুল হক ফরিদপুরি ছদর সাহেব হুজুর রহ.এর প্রতিস্থিত জামেয়া ইসলামিয়া দারুলউলুম গওহরডাঙ্গা মাদ্রাসায় এলাকার যুবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা বিষয় হলো গহরডাঙ্গা যুবসমাজ একটি ধর্মিও অনুষ্ঠান করবে এজন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি ছদর সাহেব হুজুর রহ.পৌএ মুফতি ওসামা আমিন সাহেবের নিকট পরামর্শ নেয়ার জন্য আলোচনা সভায় বসে।
আলোচনায় হুজুর সঠিক পরামর্শ দেন তিনি বলেন সর্ব প্রথম আপনারা ধর্মিও অনুষ্ঠানের নামঠিক করেন এবং অনুষ্ঠান পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করেন এবং একতা বদ্ধ হয়ে কাজ করেন আমি আপনাদের সাথে আছি আপনারা একটি ভালো উদ্দোগ নিয়েছেন।
এসময় স্বাস্থ্যবিধি মেনে,মোঃ আবদুল্লাহ,মোঃহুছাইন,মোঃমুমিন, মোহাম্মদুল্লাহ,মোঃজন্টু,,মোঃতালিম,৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃইমরুল শেখ,সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.