নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ পৌরসভার নওখন্ডা এলাকার মৃতঃ রজ্জব আলীর পুত্র মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ জুবায়ের রহমান (২৫) ও তার মাতা জরিনা বেগম (৪২) এর ওপর গত ১৭ ই মার্চ বুধবার সন্ধায় তার বসত বাড়ীর সামনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে জুবায়ের রহমান দৈনিক সময়ের বার্তাকে বলেন, আমি কাজ শেষ করে বাসায় ফিরছিলাম তখন হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী পূর্ব শক্রুতার জেরধরে আমার ওপর অতর্কিত হামলা করে। তিনি একই এলাকার মৃত মতি খলিফার পুত্র গনি মিয়া (৩৫) এবং গনি মিয়ার স্ত্রী টুকু বেগম (৩০) কে হামলায় জরিত থাকার অভিযোগ করেন।
এ বিষয়ে তিনি মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সাংবাদিকদের জানান।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জুবায়ের ও তার মাতার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা এই হামলার ব্যপারে তিব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.