মানিকগঞ্জ:
গোপন সংবাদের ভিত্তিতে পেটে করে ইয়াবা বহনকারী ও ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৪। পেটে করে ইয়াবা বহণকারী আটককৃত আবির (২৩) এবং ইয়াবার চালনের মালিক আরিফুল ইসলাম (৩০) দুই জনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটোয়াবাড়ি এলাকায়।
৩০ মার্চ মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলা বাস্ট্যান্ডের পাশে ধামরাই এর নান্দেশ্বরী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মানিকগঞ্জ সদর হসপাতালে থেকে ইয়াবা বহণকারী আবিরের পেট থেকে ১৪ শত ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।এসময় ইয়াবা চালানের মালিক আরিফুল ইসলামকেও গ্রেফতার করা হয়। তারা টেকনাফ থেকে এই ইয়াবার চালান মানিকগঞ্জ আনতে ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.