হাসিব হক, ঢাকা
থিয়েটার চচর্চার সাথে সাথে ছোট পর্দায় ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক প্রিয়তা পেতে চান শারমিন সুলতানা উর্মি। তবে এবারই প্রথম তাঁকে ধারাবাহিক নাটকে বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।সেই অভিনয় দেখতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি দর্শকদের ।
আগামী সপ্তাহে বাংলাভিশনের জনপ্রিয় মেগা সিরিয়াল প্রবাসী গ্রাম ধারাবাহিক নাটকে আরফানের শালিকা হিসেবে যুক্ত হচ্ছেন জনপ্রিয় এই অভিনেএী শারমিন সুলতানা উর্মি।
বাংলাভিশন ও ক্রিয়েশন ওয়াল্ড এ তথ্য নিশ্চিত করে নির্মাতা জামাল মল্লিক সকালে বলেন, শারমিন সুলতানা উর্মি প্রবাসী গ্রাম নাটকে দৃষ্টি চরিএে অভিনয় করছেন। দারুণ অভিনয় করেছে সে।
নির্মাতা আরও বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের এই নাটকে ছোট পর্দার সব তারকা অভিনয় করেছেন। অপেক্ষায় থাকুন; আমরা প্রতি সপ্তাহেই চমক নিয়ে আসছি।
’জামাল মল্লিক এর পরিচালনায় ও বরজাহানের রচনায় । নাটকটি প্রতি সপ্তাহে শনিও,রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে বাংলাভিশনে।ধারাবাহিকটিতে অভিনয় করছেন শারমিন সুলতানা উর্মি,মীর সাব্বির,শামিমা নাজনিন, শফিকুল ইসলাম দিলু, হান্নান শেলি,দিলারা জামান, শশি,নাদিরা,আরফান,সুজাত শিমুল,অনামিকা জোত্যি, স্বর্নলতা,তারেক স্বপন,নয়ন,সন্জিব,নন্দীনি,আব্দুলাহ রানা,আলামিন,ইমরান,বাপ্পাদিপ রায় সুস্মিতা সিনহা, সুস্মিতা সাহা,তাফসির,দিসামনি প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.