নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া, ১২৮/৬ একতা ভবন, (বেগম জরিনা কলেজ মোড়) এ অত্যাধুনিক সুযোগ সুভিধা সম্বলিত টেক কেয়ার জেনারেল হাসপাতাল এর শুভ উদ্ধেধন করা হয়েছে।
০৩ এপ্রিল শনিবার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস হাসপাতালটির উদ্ধোধন করেন।
এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, জেলা ওলামা মাশায়েক সমিতির মহাসচিব আলহাজ্ব বশির রেজা, জেলা নাগরিক ও পেশাজীবি ঐক্য পরিষদের মহাসচিব অলিয়ার রহমান খান, টেক কেয়ার হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আয়নাল হক, পরিচালক এম এ কাদের, রঞ্জিত কুমার সাহা (বকুল), মোঃ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাশেম আলী, পৌর যুবলীগ নেতা হাশমত আলী, আমজাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উদ্ধোধন কালে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, নতুন এই হাসপাতালটি এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবাদানে ব্যপক ভুমিকা রাখবে।তিনি হাসপাতাল পরিচালনা পর্ষদের প্রতি মানসম্মত পরিবেশে সুষ্ঠ সেবা প্রদানের আশা ব্যক্ত করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.