স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা করোনা সংক্রমন প্রতিরোধ ও জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬ মার্চ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বেগম জরিনা কলেজ মোড় ও পশ্চিম দাশড়া চার রাস্তার মোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক ও লিফলেট বিতরণ করেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আনোয়ার হোসেন আনু ও জেলা যুবলীগ নেতা মোঃ খোকন মিয়া, জেলা যুবলীগ নেতা আরশেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
কাউন্সিলর রাজিয়া সুলতানা বলেন, বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে ও জন সাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মাস্ক ও লিফলেট বিতরণ করছি। আমাদের যারযার নিজ অবস্থান থেকে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.