মানিকগঞ্জঃ
সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে জামাত হেফাজতের দ্বারা সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ০৮ মার্চ বেলা ১২ টার দিকে এই জরুরী সভার আয়োজন করা হয়।
সভায় জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যনেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা’র সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান জনি’র সঞ্চালনায় সভা কার্যক্রম পরিচালিত হয়।
এসময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতাল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাশেম আলী।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এ্যাড. সাদিকুল ইসলাম সোহা, মনিরুল ইসলাম খান মনি, ফিরোজ আলম খান, সুবল সাহা, এ্যাড. ফয়জুল ইসলাম নাজমুল, সৌমিত্র সরকার মনা, সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ খালেক, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল ব্যাপারি, শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ লালন ফকির, দৌলতপুর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির শাওন, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান টিটু, হরিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ অামিনুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক মোল্লা ফরিদ, সিংগাইর উপজেলা যুবলীগের সভাপতি তমিজ উদদীন, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা মোঃ সালাম, মোস্তাফিজুর রহমান বিপুল, খন্দকার সুজন মাহমুদ, মোঃ মশিউর রহমান, মোঃ হাশমত আলী, কাফুল কার্লিস শুভ, মাহমুদুল হক শুভ প্রমুখ।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার প্রত্ত্যয় ব্যক্ত করেন, জেলা যুবলীগ সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিহত করতে সম্মুখ সকল আন্দোলন সংগ্রাম করতে সদা প্রস্তুত আছে বলে জানিয়ে দেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
All Right Reserve Daily Somoyer Barta © 2020.